সদরপুর উপজেলা নির্বাচনে আচরণবিধি মানছে না প্রার্থীরা

প্রভাত কুমার সাহা, সদরপুর। আসন্ন ২৯ মে ৩য় ধাপে ফরিদপুরের সদরপুর উপজেলায় প্রচার-প্রচারণার শুরু থেকেই আচরণবিধি লঙ্ঘনে মেতে উঠেছে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা। আচরণবিধি মানছেন না কেউই। সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন দেয়াল, যানবাহন ও গাছের সাথে আঠা দিয়ে পোস্টার লাগিয়েছে অনেক প্রার্থী। এমনকি বড় বড় ব্যানার, ফেসটুন টানিয়েছে বিভিন্ন গাছের সাথে। দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মাইকে প্রচার-প্রচরণার কথা থাকলেও প্রার্থীরা ভোর থেকে মধ্যে রাত অব্দি উচ্চ শব্দে অটো এবং নিজস্ব গাড়িতে মাইক বাজিয়ে প্রচারনা চালাচ্ছে। যেটা মানুষের বিরক্তির কারন হচ্ছে। প্রার্থীরা এবং তার সমর্থকরা অধিক সংখ্যক মোটরসাইকেল নিয়ে শোডাউন দিয়ে বিভিন্ন সভা সমাবেশ করে একে অপর কে হেয়পতিপন্ন করে নানান বক্তব্য প্রদান করছে। শুধু তাই নয় প্রার্থীদের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও একে অপরের নেতাদের বিরুদ্ধে নানান বিভ্রান্তিমূলক পোস্ট করছে। দেখা গেছে নির্ধারিত সংখার চেয়েও অধিক নির্বাচনী ক্যাম্প করেছে প্রার্থীরা। আচরণবিধি মানার বিষয়ে উপজেলা প্রশাসনের তরফ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও প্রার্থী ও তাদের সমর্থকেরা কিছুই মানছেন না। সদরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

%d