গেরদা ইউপির প্যানেল চেয়ারম্যান ঘোষনা নিয়ে গড়িমশির অভিযোগ

বিশেষ প্রতিবেদক।।
ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনের ফলাফল অনুযায়ী ব্যবস্থা গ্রহন না করায় সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন গেরদা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ও নির্বাচিত প্যানেল চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান পারভেজ।
লিখিত বক্তব্যে আক্তারুজ্জামান পারভেজ বলেন, ইউনিয়ন পরিষদ ও সরকারী গেজেটের সকল নিয়ম কানুন মেনে গত ১২ সেপ্টেম্বর গেরদা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ এমার হক, সচিব কুদ্দুস খলিফাসহ সদর উপজেলা নির্বাহী অফিসারের দুইজন প্রতিনিধি উপজেলা কৃষি অফিসার মোঃ আনোয়ার হোসেন, উপজেলা হিসাবরক্ষক মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এ নির্বাচনে তিনজন পুরুষ প্রার্থী ও দুইজন নারী প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। ৯ জন মেম্বার ও ৩ জন সংরক্ষিত নারী মেম্বারের গোপন ভোটে তিনি ৬ ভোট পেয়ে প্যানেল মেয়র নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দি দুই প্রার্থী মোঃ শহিদুল ইসলাম (শহিদ) ৪ ভোট ও আরেক সদস্য মোঃ জাকারিয়া খান ২ ভোট পান। নির্বাচন শেষ হবার পর সকল ভোটার ও প্রার্থীসহ উপস্থিতিদের ভোটের ফলাফলে সাক্ষর নেওয়া হয়। নির্বাচনের পর পরাজিত প্রার্থীরা ফলাফল মেনে নেয় এবং আমাকে শুভেচ্ছা জানায়। কিন্তু রহস্যজনক কারনে দীর্ঘদিন পেরিয়ে গেলেও আমাকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব বুঝিয়ে না দিয়ে টালবাহানা করতে থাকেন ইউনিয়ন পরিষদের সচিব কুদ্দুস খলিফা। এছাড়া বিএনপির একটি পক্ষ আমাকে আওয়ামীলেিগর তকমা দিয়ে ইউনিয়ন পরিষদে ঢুকতে না দেবার ঘোষনা দেন। আক্তারুজ্জামান পারভেজ বলেন, তিনি কখনো আওয়ামীলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন না। তিনি বলেন আমার ওপর প্রভাবশালী একটি মহল মানসিক ভাবে নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমি যাতে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে না পারি সেজন্য তারা বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে তিনি প্রশাসনের দ্রæত হস্তক্ষেপ কামনা করেন।

%d