ফরিদপুরে আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

বিশেষ প্রতিবেদক ।
ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনের নৌকা প্রতিকের প্রার্থী শামীম হকের বিরুদ্ধে দৈনিক সমকাল পত্রিকা ও চ্যানেল টুয়েন্টিফোর টিভিতে ধারাবাহিকভাবে মিথ্যাচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে জেলা আওয়ামীলীগ। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ। লিখিত বক্তব্যে বলা হয়, আওয়ামীলীগের দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফরিদপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আব্দুল কাদের আজাদ ওরফে একে আজাদ। যিনি ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য। একে আজাদ মনোনয়নপত্র দাখিল করে আওয়ামীলীগের দলীয় গঠনতন্ত্র লংঙ্ঘন করেছেন। অপরদিকে তিনি দলের সভাপতি শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করার অপচেষ্টা করেছেন। সংবাদ সম্মেলন থেকে অভিযোগ করা হয়, আব্দুল কাদের আজাদ তার পত্রিকা এবং টিভি চ্যানেলে ধারাবাহিকভাবে আওয়ামীলীগ প্রার্থী শামীম হকের বিরুদ্ধে মিথ্যাচার শুরু করেছে। যা অথ্যান্ত নিন্দনীয় ও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন দেশী বিদেশী চক্রান্তকারীদের এজেন্ট হিসাবে কাজ করছেন। অভিযোগ করে বলা হয়, শামীম হকের ভাবমূর্তি বিনষ্ট করতে যেয়ে একে আব্দুল কাদের আজাদ একাধারে আওয়ামীলীগের প্রার্থী ও মনোনয়ন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধসহ শেখ হাসিনার নেতৃত্বকে অবমূল্যায়নের চক্রান্তে মেতে উঠেছে। যেটি অত্যান্ত ঘৃন এবং আওয়ামীলীগের গঠনতন্ত্র পরিপন্থি। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, আসন্ন নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনে নৌকা প্রতিকের প্রার্থীকে বিতর্কিত করে তার ভাবমূর্তি ক্ষুন্ন করাসহ নির্বাচনে পরাজিত করতে একটি ক্ষেত্র তৈরীর করার অপচেষ্টা করা হচ্ছে। ফরিদপুরের শান্তিপূর্ন পরিবেশ বিনষ্ট করারও অভিযোগ আনা হয় সংবাদ সম্মেলন থেকে।
সংবাদ সম্মেলন থেকে এ ধরনের উস্কানীমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শ্যামল ব্যানার্জী, মাসুদুল হক মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, পৌরমেয়র অমিতাভ বোস, কোতয়ালী আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরী, পৌর আওয়ামীলীগের আহবায়ক শহিদউদ্দিন আহমেদ, শ্রমিক লীগের সভাপতি গোলাম মোঃ নাছির, মহিলা আওয়ামীলীগের সভাপতি মাহমুদা বেগমসহ আওয়ামীলীগ ও সহযোগী, অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

%d