জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চরের শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধিতে সেমিনার

বিশেষ প্রতিনিধি ঃ

জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বিভিন্ন দুর্যোগের শিকার যমুনা-ব্রহ্মপুত্রের চরবাসী। এমন বিপদগ্রস্থ বাসিন্দাদের রক্ষায় দুর্যোগ মোকাবিলার কৌশল রপ্ত, শিক্ষা জ্ঞান বিস্তার এবং প্রযুক্তি ব্যবহারে দক্ষতা বৃদ্ধির মত বেশ কিছু উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বুধবার ২৪ জানুয়ারি, আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে এসব কথা জানান বক্তারা। ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ডিজিটাল যোগাযোগের মাধ্যমে যুবকদের সক্ষমতা বৃদ্ধি’ নিয়ে এ ভার্চুয়াল সেমিনারের আয়োজন করে সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপ। উদ্বোধনী বক্তব্যে কর্মসূচীর সফলতা ও উদ্দেশ্য তুলে ধরেন ফ্রেন্ডশিপ এর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক রুনা খান। তিনি জানান, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বন্যা ও নদী ভাঙ্গনের মত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আক্রান্ত মানুষের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। এজন্য কর্মসূচীর আওতায় চরাঞ্চলে শিক্ষার্থীদের সক্ষমতা ও সচেতনতা বৃদ্ধির তাগিদ দেন তিনি। রুনা খান আশা করেন, শিক্ষার্থীদের প্রযুক্তি যোগাযোগ এবং ভাষাগত দক্ষতা বাড়ানো গেলে, জলবায়ু ঝুঁকি মোকাবেলার পাশাপাশি, নৈতিকতা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, ইংরেজি এবং অন্যান্য বিষয়ে জ্ঞান আরও বৃদ্ধি পাবে। সেমিনারে চরাঞ্চলে শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপা-উপাচার্য ড. মাহবুবা নাসরিন, ফ্রান্সের জাতীয় শিক্ষা ও যুব মন্ত্রী নিকোলাস মারকুইস, মালালা ফান্ড গ্রান্ট অফিসার আনিশা চৌধুরী, লার্ণিং প্লানেট ইন্সটিটিউটের অলিভিয়া ব্রেকার্ড, ফ্রেন্ডশিপ ফ্রান্স এর চেয়ারম্যান উইলিয়াম লেবেডেল, ফ্রেন্ডশিপের কো-চেয়ার এবং ফ্রেন্ডশিপ লুক্সেমবার্গ এর চেয়ারম্যান মার্ক এলভিনগার। আলোচকরা জানান, ২০২১ সালে শুরু হওয়া ইন্টার স্কুল কানেকটিভিটি কর্মসূচীতে, ফ্রান্সের কয়েকটি স্কুলের সাথে ডিজিটাল যোগাযোগের মাধ্যমে জলবায়ু অভিযোজনের জ্ঞান আদান-প্রদান করে আসছে চরাঞ্চলে ফ্রেন্ডশিপ মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা। আগের বছরগুলোতে সফলতার পর বাংলাদেশ, ফ্রান্স, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড ও কম্বোডিয়ার মত ৫টি দেশের প্রায় ১৪০০ শিক্ষার্থীর অংশ নেয় ২০২৩ সালের কর্মসূচীতে। ২০২৪ সালে এশিয়া ও ইউরোপের মোট ৪টি দেশের শিক্ষার্থীদের অংশগ্রহনে শুরু হচ্ছে এ কর্মসূচী। এখানে অংশগ্রহনকারী মাধ্যমিক শিক্ষার্থীদের সুযোগ হচ্ছে একে অপরের সাথে নিজেদের অভিজ্ঞতা, সহানুভূতি, মূল্যবোধের জ্ঞান শেয়ার করার। ২০২৪ সালে এ কর্মসূচী চলবে জানুয়ারি থেকে জুন পর্যন্ত মোট ৬ মাস। এবারের কর্মসূচীতে নতুনভাবে যুক্ত হচ্ছে ফ্রান্সের কয়েকটি স্কুলের ছাত্র-ছাত্রী। আর নতুন দিক হচ্ছে কপ-২৮ বা জলবায়ু সম্মেলনে অংশ নেয়া বাংলাদেশ ও লুক্সেমবার্গের শিক্ষার্থীদের অভিজ্ঞতা আদান-প্রদান।

%d