ফরিদপুর ১: স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর নৌকার সমর্থকদের হামলা আহত ৩

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে নির্বাচনী সহিংসতায় স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে পিটিয়ে আহত করেছে নৌকার সমর্থকরা। আহতরা হলেন পৌরসভার ৭নং ওয়ার্ডের মধ্যেরগাতী গ্রামের আফসার মোল্যার ছেলে এরশাদ মোল্যা (৩২) ও উপজেলার শেখর ইউনিয়নের আজ বুধবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরসদরের বোয়ালমারী চৌরাস্তায় একটি খাবার হোটেলে ঈগলের সমর্থক এরশাদ মোল্যা নাস্তা করতে গেলে অতর্কিতভাবে পৌর মেয়রের গাড়িচালক ও নৌকার সমর্থক আরিফ হোটেলটিতে ঢুকে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে কিলঘুষি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে এরশাদ মারাত্মকভাবে আহত হয়। তার মুখমণ্ডলে রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন তিনি। এরশাদ জানায়, ইতোপূর্বে নৌকার সমর্থকরা বিভিন্ন সময়ে আমাকে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের পক্ষে কাজ করতে নিষেধ করেন। আমি তাদের কথা না শোনায় আমার ক্ষিপ্ত তারা হামলা চালায়। আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট সুষ্ঠু বিচার চাই। অপরদিকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শেখর ইউনিয়নের শেখর গ্রামের কাশেম শরিফের বাড়িতে ঈগল প্রতীকের দুই সমর্থক দিঘীরপাড় গ্রামের পান্না কাজীর ছেলে তামিম কাজী (১৯) ও শেখর গ্রামের হারুন মোল্যার ইমরান মোল্যা (৩০) ভোট চাইতে গেলে নৌকা প্রতীকের সমর্থক তারা মোল্যার ছেলে জিয়া মোল্যা (৪৫), বাশার মোল্যার ছেলে জাহিদ মোল্যা(৩৫), মশিউর (৩৪), বাবলু (৩০)সহ অজ্ঞাত আরো ৮/১০ জন মিলে তাদের দুজনের উপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

%d