ফরিদপুরে বাংলাদেশ প্রতিদিনের বর্ষপূতি উদযাপন

কন্ঠ রিপোর্ট।
ফরিদপুরে আনন্দ উৎসবের মধ্যদিয়ে উদযাপন করা হয় দেশের সর্বাধিক প্রচারিত ‘দৈনিক বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার ১৫বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার বেলা ১১টায় শহরের অভিজাত একটি রেষ্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে উদযাপন করা হয় পত্রিকাটির ১৫ বর্ষে পদার্পন। বাংলাদেশ প্রতিদিনের ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক পান্না বালা, ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সী (এফডিএ)’ পরিচালক মোঃ আজহারুল ইসলাম, বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশীপ ফোরাম (বিএফএফ)’র পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বির, এস এ মান্নান ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শেখ সাইফুল ইসলাম, মাছরাঙা লিঃ এর চেয়ারম্যান আবুল কাসেম, কবি ও সাহিত্যিক মাজেদুল হক লিটু, সাংবাদিক সুজাউজ্জামান জুয়েল, সুমন ইসলাম, রিফাত ইসলাম, খায়রুজ্জামান সোহাগ, আজিজুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সব শ্রেনীর মানুষের একমাত্র পত্রিকা হলো বাংলাদেশ প্রতিদিন। এই পত্রিকাটি শুরু থেকে দেশের মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরছে। ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলে সব বয়সী মানুষের হাতে হাতে থাকে বাংলাদেশ প্রতিদিন। বক্তারা পত্রিকাটি সাফল্য কামনা করেন।

%d