সদরপুরে চার ব্যবসায়ীকে জরিমানা

প্রভাত কুমার সাহা, সদরপুর।
ফরিদপুরের সদরপুর উপজেলা সদর বাজারে সদরপুর উপজেলা প্রশাসন পবিত্র মাহে রমজানে নিত্যপণ্যের বাজার সহনীয় পর্যায়ে রাখতে বুধবার দুপুরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় বস্ত্র বিতান গুলোতে অতিরিক্ত মূল্য রাখায় দায়ে এবং মুদি দোকান গুলোতে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে চার ব্যাবসায়ীকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়। সদরপুর থানা পুলিশের সহযোগীতায় পৃথক পৃথক ভাবে উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আকতার। এসময় উপস্থিত ছিলেন সদরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম। ইতিমধ্যে উপজেলা প্রশাসন পক্ষ থেকে মাইকিং করে ব্যবসায়ীদেরকে সকল পন্যের মূল্য তালিকা দোকানে সাঁটিয়ে দিয়ে নির্ধারিত দামে বিক্রির জন্যে মাইকিং করেছে।

%d