ফরিদপুরে ছিন্নমূল মানুষের মাঝে সেইরী-ইফতার বিতরন করছে ছাত্রলীগ

বিশেষ প্রতিবেদক।
রাজনীতির পাশাপাশি সকল মানবিক কর্মকান্ডে এগিয়ে এসেছে ফরিদপুর জেলা ছাত্রলীগ। এরই অংশ হিসাবে পবিত্র রমজানে ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের মাঝে সেহরী ও ইফতার বিতরন কর্মসূচি শুরু করেছে দলটির নেতা-কর্মীরা। রমজানের প্রথম দিন থেকেই জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদের নির্দেশনায় গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে থাকা ছিন্নমূল হতদরিদ্র মানুষের মাঝে সেহরী বিতরন করা হচ্ছে। এছাড়া প্রতিদিন ইফতারের আগে বাস স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, রেলষ্টেশনসহ শহরের গুরুত্বপূর্ন এলাকার হতদরিদ্র ও ছিন্নমূল রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হচ্ছে। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ ও সভাপতি তামজিদুল রশিদ রিয়ান জানান, ফরিদপুর জেলা ছাত্রলীগ রাজনীতির পাশাপাশি মানবিক কর্মকান্ডে এগিয়ে এসেছে। গত কয়েক বছর ধরে ছাত্রলীগ মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের রোজা রাখার জন্য বিনামূল্যে সেহরী বিতরন করছে। তাছাড়া হতদরিদ্র রোজাদারদের মাঝে ইফতার সামগ্রীও বিতরন করছে। তাদের এ ধরনের কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।

%d