ফরিদপুরে ৭ হাজার পরিবারের মাঝে অকো-টেক্স গ্রুপের যাকাত বিতরণ

বিশেষ প্রতিবেদক। নিজের সম্পদের অর্ধেক সম্পদ সমাজের অসহায়, হতদরিদ্র ও বঞ্চিত মানুষের মাঝে বিলিয়ে দেয়ার প্রতিজ্ঞা করেছেন অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। সেই লক্ষ্যে নিরবে-নিভৃতে নিজ জন্মস্থানসহ দেশের বিভিন্ন এলাকায় মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন তিনি। সেই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও ফরিদপুরের ৭ হাজার অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে যাকাত বিতরন করা হয়েছে। অকো-টেক্স গ্রুপের উদ্যোগে ও প্রতিষ্ঠানটির অঙ্গপ্রতিষ্ঠান সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে আজ সোমবার দিনব্যাপী জেলা সদরের কানাইপুর ইউনিয়নের পুরদিয়া আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এই যাকাত বিতরণ করা হয়। সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম। এ সময় জেলা সদরের কানাইপুর, কৈজুরী, কৃষ্ণনগর, চাঁদপুর ও সালথা উপজেলার গট্টি ও আটঘর ইউনিয়নসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি, থ্রি-পিচ, সেমাই ও চিনি তুলে দেন অতিথিবৃন্দ। অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অকোটেক্স গ্রুপের চেয়ারম্যান মতিয়া বেগম, কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হাসানুজ্জামান, কানাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ফকির মোঃ বেলায়েত হোসেন, বর্তমান চেয়ারম্যান আলতাফ হোসেন, গট্টি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু প্রমুখ। অতিথিবৃন্দ বক্তব্যকালে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের ভূয়াসী প্রশংসা করেন। তারা বলেন, সত্যিকার অর্থে একজন দানবীর ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সাহেব। তিনি অকাতরের নিজের সম্পদ সমাজের অসহায় মানুষের মাঝে দান করে যাচ্ছেন। প্রধান অতিথি’র বক্তব্যে প্রতিক্রিয়ায় পুলিশ সুপার বলেন, সাধারন মানুষের আবেগ, অনুভূতি ও পরিস্থিতি এই মানুষটি অনুভব করে থাকে এবং সেটা পূরণ করার জন্য নিজের কষ্টার্জিত অর্থ বিলিয়ে দিয়ে যাচ্ছেন। মানুষ অর্থ দিয়ে আমেরিকা, অষ্ট্রেলিয়া, কানাডায় বাড়ি করে থাকে আর জান্নাতের বুকে বাড়ি করার জন্য কাজ করে যাচ্ছেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। আশা করছি, সে আজীবন তার এই কর্মযজ্ঞ চালিয়ে যাবেন। সভাপতির বক্তব্যকালে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান উপস্থিতিদের উদ্দেশ্যে বলেন, এটা আপনাদের পাওনা। আপনারা যাকাত নিয়ে আমাদের দায়মুক্ত করবেন। আমাদের জন্য কায়মানো বাক্যে দোয়া করবেন যেন যে হাত মহান আল্লাহ প্রসারিত করে দিয়েছেন সে হাত যেন সংকুচিত না হয়। আলোচনা সভায় ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ফকির মোঃ বেলায়েত হোসেন জানান, আমার পিতৃতুল্য চাচা (ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান) তার মোট সম্পদের অর্ধেক সমাজের অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেয়ার প্রতিজ্ঞা করেছেন। সেই লক্ষ্যে অনেক আগে থেকেই মানুষকে সহযোগিতা করে আসছেন। তিনি একের পর এক বিভিন্ন প্রতিষ্ঠানেও সহযোগিতা করেছেন। তিনি প্রথমে বিষয়টি মিডিয়ায় প্রচার করতে অপরাগতা প্রকাশ করেন। পরবর্তীতে আমরা প্রচারের ব্যবস্থা করেছি যেন চাচার মতো সমাজের অন্য বিত্তশালীরা অসহায় মানুষের পাশে গিয়ে দাড়ায়। আলোচনা পর্ব শেষে ধারাবাহিকভাবে উপকৃতদের মধ্যে যাকাত তুলে দেন অতিথিবৃন্দ, সেবামূলক কাজে নিয়োজিত আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা।

%d