নিবন্ধন না থাকা সত্বে্ও পশু চিকিৎসা করায় বোয়ালমারীতে ১ জনের কারাদন্ড

কন্ঠ রিপোর্ট । ফরিদপুরের বোয়ালমারীতে হরেন্দ্র নাথ বিশ্বাস নামক এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই সাজা দেন। জানা যায়, হরেন্দ্র নাথ বিশ্বাস এক সময় প্রাণিসম্পদ অফিসে কর্মচারী হিসাবে কর্মরত ছিলেন। অবসরের পর তিনি পশু চিকিৎসা শুরু করেন। আজ বুধবার একজন খামারি তার গরুর ভুল চিকিৎসার শিকার হয়ে প্রানি সম্পদ অফিসে এসে অভিযোগ করেন। সে প্রেক্ষিতে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার কে জানানো হলে তিনি বিষয়টির সত্যতা পেয়ে হরেন্দ্রনাথ বিশ্বাস কে বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন ২০১৯ এর ৩৫ ধারা মোতাবেক এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উল্লেখ্য, এ ঘটনায় হরেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে তরুণ ও তার সহযোগী তুষার ভেটেনারি সার্জনকে মারধর করেন এবং তার অফিস ভাঙচুর করেন। এ ঘটনায় হরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে তরুণ ও তার সহযোগী তুষারের বিরুদ্ধে বাদী হয়ে ভেটেরিনারি সার্জন আব্দুল আলীম বোয়ালমারী থানায় মামলা দায়ের করেছেন। অফিসে হামলা চালিয়ে ভাংচুর ও ভেটেনারি সার্জনকে মারধোরের ঘটনায় সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

%d