কন্ঠ রিপোর্ট ।
ফরিদপুরে তীব্র তাপদাহে নিন্মআয়ের মানুষ বিশেষ করে রিক্সাচালকদের কষ্টের কথা চিন্তা করে তাদের কিছুটা স্বস্তি দিতে ছাতা, বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা বেনিফিশিয়ারিজ ফ্রেন্ডশীপ ফোরাম (বিএফএফ) রিক্সাচালকদের মাঝে এসব সামগ্রী বিতরন করে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র মনিরুল ইসলাম, বিএফএফ এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রুম্মানা ফেরদৌসী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, বিএফএফ’র কর্মকর্তা জহিরউদ্দিন আহমেদ, রায়হানা রহমান, আশরাফুন নাহার। এসময় বেশকিছু রিক্সাচালকদের হাতে ছাতা, খাবার পানি ও স্যালাইন তুলে দেওয়া হয়।