ঝিনাইদহে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের স্যালাইন বিতরণ কর্মসূচী

ঝিনাইদহ প্রতিনিধি । দেশব্যাপী প্রচন্ড তাপদাহে সৃষ্ট পানিশূন্যতা রোধে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে জেলা আহবায়ক শারমিন সুলতানার সভাপতিত্বে আজ (২২ এপ্রিল) সোমবার বেলা ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত শহরের পুরাতন ডিসি অফিসের সামনে প্যাকেটজাত খাবার স্যালাইন পানিতে মিশিয়ে বিতরণ করা হয়। প্রচন্ড তাপদাহে কর্মক্লান্ত রিকসা চালক, ইজিবাইক চালক, ভ্যান চালক, প্রান্তিক সীমার পথচারী সহ বিভিন্ন পর্যায়ের ৬ শতাধিক মানুষের মধ্যে স্যালাইন পরিবেশন করা হয়। কর্মসূচী থেকে রাষ্ট্রীয়ভাবে কর্মজীবী, শ্রমজীবী ও প্রান্তিক সীমার স্বল্প আয়ের মানুষের তাপদাহ চলাকালীন খাদ্যসহ সামগ্রিক নিরাপত্তামূলক ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবী জানানো হয়। একই সাথে গার্মেন্টসসহ সরকারি, বেসরকারি শ্রমক্ষেত্রে কর্মঘন্টা কমানোর দাবী জানানো হয়। এসময় ঝিনাইদহ জেলা বাসদ আহবায়ক এ্যাড. আসাদুল ইসলাম আসাদ, সদস্য আছাদুর রহমান, মহিলা ফোরাম জেলা আহবায়ক রুবিনা খাতুন, বাসদ সদস্য মামুন হোসেন, বাসদ সমর্থক নাজির উদ্দিন, মহিলা ফোরাম সংগঠক বাবলী খাতুন, কেসি কলেজ ছাত্র ফ্রন্ট সংগঠক নুসরাত জাহান সাথী, সংগঠক শাহিন খান শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।

%d