ঝিনাইদহে বাসদ নেতা কমরেড জাহেদুল হক মিলুর স্মরণ সভা অনুষ্ঠিত

কন্ঠ রিপোর্ট । বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে বাসদ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আজীবন বিপ্লবী কমরেড জাহেদুল হক মিলুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার বিকেলে শহরে একটি বিক্ষোভ মিছিল ও পুরাতন ডিসি কোর্ট চত্বরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বাসদ ঝিনাইদহ জেলা শাখার সংগ্রামী আহবায়ক কমরেড এ্যাড. আসাদুল ইসলাম আসাদ এর সভাপতিত্বে ও সদর উপজেলা সদস্য সচিব কমরেড মামুন হোসেন এর সঞ্চলনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন বাসদ ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব কমরেড সব্দুল হোসেন, কালীগঞ্জ উপজেলা বাসদ সমন্বয়ক ডা. আব্দুল মান্নান, উপজেলা শাখার আহবায়ক কমরেড আসাদুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক ছাত্রনেতা শারমিন সুলতানা প্রমুখ। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, কমরেড জাহেদুল হক মিলু ছিলেন শ্রমজীবী মেহনতি মানুষের মুক্তি সংগ্রামের আপোষহীন বিপ্লবী যোদ্ধা। তাঁর মৃত্যুতে বিপ্লবী আন্দোলন অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। তাঁর রেখে যাওয়া স্বপ্ন বাস্তবায়নের সংগ্রামে আমরা অবিচলভাবে রাজপথের লড়াইয়ে আছি। বর্তমানে বাংলাদেশে সর্বগ্রাসী লুটপাট ও দুর্নীতির মহোৎসব চলছে তার বিরুদ্ধে লড়াইয়ে কমরেড জাহেদুল হক মিলু আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন। স্বাধীন বাংলাদেশে এবার যে বাজেট ঘোষিত হয়েছে তা সর্বকালের জনবিরোধী অর্থলুটপাট ও সাধারণ মানুষের সর্বশান্ত করার এক অন্যন্য দলিল। আমরা অবিলম্বে এই জনবিরোধী এবং সাধারণ মানুষের সর্বশান্ত করার যে ঋণনির্ভর বাজেট তা প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে গণমুখী, কল্যাণমুখী ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার বাজেট প্রণয়নের দাবী জানাচ্ছি। অন্যান্য বক্তাগণ তাদের বক্তব্যে বলেন, মানব মুক্তির লড়াই চলছে এবং শ্রমজীবী মেহনতি মানুষের মুক্তি না আসা পর্যন্ত এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ঐক্যবদ্ধ এই লড়াইকে এগিয়ে নেওয়ার জন্য সকল শ্রমজীবী মেহনতি মানুষের নিকট আহবান জানানো হয়।

%d