কূটনীতিকদের সঙ্গে আজ বৈঠক করবে ইসি

সুমন ইসলাম ঃ-

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে আজ বৃহস্পতিবার ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন প্রধান এবং ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বিকাল ৩টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পদ্মা হলরুমে বৈঠকটি অনুষ্ঠিত হবে।ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে বৈঠকে সে বিষয়ে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধান এবং বাংলাদেশে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিকে অবহিত করা হবে।

%d