ফরিদপুরে পৌর গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত


সুমন ইসলাম
ফরিদপুরে পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ১১নং ওয়ার্ড ২-০ গোলে ২১নং ওয়ার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলার প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ১১নং ওয়ার্ড। দ্বিতীয়ার্ধে আর কোন দল গোল করতে পারেনি। খেলায় বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌরমেয়র অমিতাভ বোস।
ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় এবং পৌরসভার আয়োজেন এবারের টুর্নামেন্টে ২৭টি ওয়ার্ডের ফুটবল দল অংশগ্রহন করে।

%d