ফরিদপুরে বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম। রবিবার সকাল সাড়ে ১০টায় শহরের কোট চত্বর এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচি শুরু হওয়ার পর পরই পুলিশ বাধা দেয়। পরে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের কথা কাটাকাটি হয়। এসময় মানববন্ধন কর্মসূচিটি বন্ধ হয়ে যায় বলে অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীরা।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আলী আশরাফ নাননু’র সভাপতিত্বে মানববন্ধনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন, জেলা আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জসিমউদ্দীন মৃধা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, মহানগর কৃষক দলের সভাপতি অ্যাডভোকেট মামুন অর রশিদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ।
%d