ব্র্যাকের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় হতাহত স্মরন দিবস পালন

কন্ঠ রিপোর্ট।।
সড়কে নিরাপদে চলাচল বিষয়ে সচেতনতার বার্তা পৌছে দিতে ফরিদপুরে পালিত হয়েছে বিশ্ব সড়ক দুর্ঘটনায় হতাহতদের স্মরণ সভা। শনিবার দুপুর আড়াইটায় ফরিদপুরের ব্র্যাক লানিং সেন্টারের অডিটোরিয়ামে এ সভাটি অনুষ্ঠিত হয়। ব্র্যাকের সড়ক নিরাপত্তা কর্মসূচির আয়োজনে এ সভায় আমন্ত্রিত আলোচক হিসাবে ভার্চুয়ালি অংশ নেন বাংলাদেশ সড়ক কতৃপক্ষ বিআরটিএ’র পরিচালক (রোড সেফটি) শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী, নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্টাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, ব্র্যাকের স্বাস্থ্য এবং মানবিক সংকট কর্মসূচির পরিচালক মোঃ আকরামুল ইসলাম, ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সহযোগী পরিচালক মোঃ বেলায়েত হোসেন। দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের প্রমাসন ও সড়ক নিরাপত্তা কর্মসূচির পরিচালক আহমেদ নাজমুল হুসেইন। সভা থেকে জানানো হয়, চলতি বছর সড়ক দুর্ঘটনায় ব্র্যাকের ১৭ জন কর্মী নিহত হয়েছেন। সভায় ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

%d