চরভদ্রাসনে ৪ ইউনিয়নে ভোটার উদ্বুদ্ধকরণ সভা

 

চরভদ্রাসন থানা প্রতিনিধি ঃ

উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ফরিদপুরের চরভদ্রাসনের চারটি ইউনিয়নে ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এ সভা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহদী মোর্শেদ।

দুপুর ১২টার দিকে গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সুধীসমাজ, সাধারণ জনগণ ও বিভিন্ন প্রার্থীর কর্মীদের সাথে আলোচনা করেন তিনি।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন ইউএনও। এ ছাড়া নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে তাদের নিরপেক্ষ অবস্থান ও ভূমিকা সম্পর্কে সকলকে অবহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কুসুম কুমার রায়, উপজেলা খাদ্য পরিদর্শক শ্যাম কুমার সাহা প্রমুখ। এর পূর্বে চরভদ্রাসন ইউনিয়ন এবং পরে চর হরিরামপুর ও চর ঝাউকান্দা ইউনিয়নে ভোটারদের উদ্বুদ্ধকরণে সভা অনুষ্ঠিত হয়।

%d