ফরিদপুরে চেম্বারের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

কন্ঠ রিপোর্ট।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা কার্যালয়ের হল রুমে আয়োজিত এ বার্ষিক সাধারন সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকা প্রতিকের প্রার্থী শামিম হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র অমিতাভ বোস।
ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, চেম্বারের সহ-সভাপতি আলী আশরাফ পিয়ার, বাজার বর্ণিক সমিতির সভাপতি মাসুদুল হক মাসুদ, চেম্বারের পরিচালক মো. সামচুল আলম, মতিয়ার রহামন নান্নু, মোহসিন শরীফসহ সংগঠনের শীর্ষ নেতারা। এর আগে শুরুতেই গত বছরের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সভাপতি নজরুল ইসলাম। বার্ষিক এ সাধারন সভায় ফরিদপুর জেলার আট শতাধিক ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

%d