ফরিদপুরে ভোক্তার অভিযানে দাম কমলো তরমুজের

আজিজুল হক।
ফরিদপুর শহরের থানা রোড ও চকবাজার, ফলপট্রিতে সকালে যে তরমুজ বিক্রি হচ্ছিল ৮শ থেকে সাড়ে ৮শ টাকায় সেই তরমুজ দুপুরের পর বিক্রি হয় ৫শ থেকে ৬শ টাকায়। হঠাৎ করেই এই দামের তারতম্যের কারন হচ্ছে ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের অভিযান। শনিবার দুপুরের পর শহরের বিভিন্ন ফল বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ। অভিযানের পর বাজারে তরমুজের দাম কমে যায় প্রতিটিতে দেড়শ থেকে তিনশো টাকা। তরমুজের দাম বেশী রাখায় ভ্রাম্যমান ব্যবসায়ী আব্দুল্লাহ সিকদারকে ২ হাজার টাকা জরিমান ও সতর্ক করা হয়। গোয়ালচামট র‌্যাফেলস ইন মোড়ে পাইকারী খেজুর ব্যবসায়ী মেসার্স হাবিব ফল ভান্ডারকে হালনাগাদ মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে প্রতিদিনই তারা অভিযান পরিচালনা করছেন। ব্যবসায়ীরা যাতে ক্রেতাদের কাছে বেশী দামে জিনিষপত্র বিক্রি না করেন সেই বিষয়টি মাথায় রেখেই অভিযান চালানো হচ্ছে। তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

%d