ফরিদপুরে ভোক্তার অভিযানে কমলো তরমুজের দাম

আজিজুল হক ।
ফরিদপুরের বিভিন্ন বাজার গুলোতে বেশী দামে তরমুজ বিক্রি হচ্ছে এমন অভিযোগের ভিক্তিতে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। সোমবার দুপুরে শহরতলীর কানাইপুর বাজারের তরমুজের আড়তে অভিযান পরিচালনা করা হয়। বাজারে অভিযানের পর প্রকারভেদে তরমুজের দাম ৬০ টাকা থেকে শুরু করে বড় তরমুজের দাম ২৫০ টাকা থেকে ৩০০ টাকা কমে যায়। অভিযানে তরমুজ কেনার রশিদ পরীক্ষা করা হয়। বেশী দামে তরমুজ না বিক্রির জন্য আড়ত মালিকদের সতর্ক করা হয়। অভিযান চলাকালে ক্রয় বিক্রয়ের রশিদ না থাকায় মেসার্স ফারহান এন্টারপ্রাইজকে চার হাজার টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ জানান, রমজানে যাতে কোন ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করতে না পারে সেজন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম রাখছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। অভিযান চলাকালে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও জেলা পুলিশের একটি টিম সহায়তা করে।

%d