কন্ঠ ডেস্ক ঃ
টুর্নামেন্টের শুরু থেকেই কাগজে কলমে পিছিয়ে ছিল দুর্দান্ত ঢাকা। কিন্তু প্রথম ম্যাচেই আসরের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ধরাশায়ী করেছিল রাজধানীর প্রতিনিধিরা। সেটাই শুরু, সেটাই যেন শেষ। এরপর টানা ৮ ম্যাচে তাদের পরাজয়। দশম বিপিএলে সবার আগে বিদায় নিল দুর্দান্ত ঢাকা। তাদের বিদায়ের সঙ্গেই বিপিএল চলে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে বিপিএলের চতুর্থ পর্ব। রানপ্রসবা এই উইকেটে ফয়সালা হতে পারে কারা খেলবে এবারের আসরের প্লে-অফ। এই পর্বে যোগ হচ্ছেন বেশকিছু নামী বিদেশি তারকাও। তাই চট্টগ্রামের বিপিএল পর্বে বিশেষভাবে থাকবে চোখ।
চট্টগ্রাম পর্বের আগে বিপিএলের পয়েন্ট টেবিলে সবার ওপরে আছে রংপুর রাইডার্স। তারকায় ঠাসা রাইডার্স টানা জয়ের সুবাদে উঠে এসেছে তালিকার শীর্ষে। ৮ ম্যাচে ৬ জয়ের পর উত্তরবঙ্গের প্রতিনিধিরা নামের পাশে যোগ করেছে ১২ পয়েন্ট। তাদের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ কুমিল্লা, চট্টগ্রাম এবং বরিশাল। অন্তত দুই ম্যাচে জয় পেলেই তারা চলে যাবে প্লে-অফে। নুরুল হাসান সোহানের দল কেমন করে সেটাই দেখার বিষয়।
প্রথম ম্যাচ হারা কুমিল্লা আছে তালিকার দুইয়ে। ৭ ম্যাচে ৫ জয় তাদের। ১০ পয়েন্ট নিয়ে স্বস্তিতেই আছে দলটি। পরের তিন প্রতিপক্ষ চট্টগ্রাম, খুলনা এবং সিলেট। এদের মধ্যে চট্টগ্রাম ম্যাচটি থাকবে বিশেষ বিবেচনায়। কারণ পয়েন্ট তালিকার তিনেই আছে তুষার ইমরানের চট্টগ্রাম। তাদের পয়েন্টও ১০। কিন্তু, চট্টগ্রামের মূল দুশ্চিন্তা তাদের রানরেট। ঋণাত্মকের ঘরে থাকা রানরেট শেষদিকে হতে পারে দুর্ভাগ্যের কারণ।
আগামী তিন ম্যাচে চট্টগ্রামের প্রতিপক্ষও খুব একটা সহজ না। কুমিল্লা এবং রংপুরের মত শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামবে তারা। এরপরেই খেলতে হবে দুর্দান্ত ঢাকার বিপক্ষে। চারে থাকা ফরচুন বরিশালের জন্য আবার সূচি কিছুটা সহজ। টেবিলের তলানির দুই দল সিলেট এবং ঢাকার বিপক্ষে পরের দুই ম্যাচ।
পাঁচে আছে খুলনা টাইটান্স। প্রথম ৫ ম্যাচে ৪ জয় পাওয়া খুলনা শেষ তিন ম্যাচে জয়হীন। টানা তিন হারে তারা নেমে গিয়েছে টেবিলের পাঁচে। রংপুর, কুমিল্লার মতো কঠিন প্রতিপক্ষ তাদের সামনেও। ৮ পয়েন্ট পাওয়া খুলনার সুযোগ অবশ্য শেষ হয়ে যায়নি।
প্লে-অফের আশা কাগজে কলমে বাঁচিয়ে রেখেছে সিলেট স্ট্রাইকার্সও। শেষ চার ম্যাচের মধ্যে ৩টিতেই জয় পেয়েছে তারা। পরের তিন ম্যাচ জেতার পাশাপাশি অন্যদের হার কামনা করতে হবে সিলেটের। আর সবার শেষে আছে ঢাকা। মাত্র ১ জয় পাওয়া ঢাকার বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে।