ষ্টাফ রিপোর্টার।
ফরিদপুরের ভাঙ্গায় চাঞ্চল্যকর কলেজ ছাত্র সৌরভ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে সহপাঠীরা। সোমবার বেলা ১১ টায় সরকারি নগরকান্দা কলেজ ক্যাম্পাসে ঘন্টা ব্যাপী মানববন্ধনের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধনে উপস্থিত বক্তারা সৌরভ হত্যার সাথে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিতের দাবি জানান। মানববন্ধনে সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম রবিউল ইসলাম, প্রভাষক মোহাম্মদ আলমগীর তালুকদার, নীলোৎপল সিকদার, শাহ আলম মোল্লা, ফারুক হোসেন, গোলাম মাহমুদ, তাপস সিকদার, রাজ্জাক তালুকদার, তাসলিমা আক্তার, পারভীন, সোনিয়া খাতুন, মোস্তাফিজুর রহমান, আফরোজা বেগমসহ কয়েক শত শিক্ষার্থী অংশ নেয়।
উল্লেখ্য গত ৮ ডিসেম্বর সকালে ফরিদপুরের ভাঙ্গা মোড় থেকে নগরকান্দা মহাবিদ্যালয়ের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র সৌরভের রহস্যজনক মরদেহ উদ্ধার করে ভাঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় সৌরভের বাবা বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সৌরভ নগরকান্দা উপজেলার মাঝিকান্দা গ্রামের স্বপন মালোর ছেলে।